দুরন্ত কামব্যাক মনিকা বাত্রার! টোকিও অলিম্পিক্সের টেবিল টেনিসে উইমেনস সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে রুদ্ধশ্বাস জয় পেলেন ভারতের মনিকা। ইউক্রেনের মার্গারিটা পেসোৎস্কার বিরুদ্ধে প্রথম দুটি গেমে হেরেছিলেন তিনি। ৪-১১, ৪-১১ ফলে প্রথম দুটি গেম হারের পর দুরন্ত কামব্যাক করেন তিনি। ১১-৭, ১২-১০-এ পরের দুটি গেম জেতেন মনিকা। পঞ্চম গেম আবার জেতেন পেসোৎস্কা। এর পরের দুটি গেমে ১১-৫, ১১-৭-এ জিতে নেন ভারতের তারকা। তৃতীয় রাউন্ডে বিশ্বের ১৬ নম্বর তারকা সোফিয়া পলকানোভার বিরুদ্ধে খেলবেন মনিকা।
শনিবার ব্রিটেনের টিনটিন হোকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিলেন মনিকা। এরপর কোচ সংক্রান্ত একটি বিতর্কে জড়ান তিনি। অবশেষে তাঁর দুরন্ত প্রত্যাবর্তনের সাক্ষী থাকল বিশ্ব।