বুধবার বাজারে এল মারুতি সুজুকির (Maruti Suzuki) Celerio 2021। সংস্থার দাবি, এটি দেশের মোস্ট ফুয়েল এফিসিয়েন্ট (Most Fuel Efficent) কার। মাইলেজ ২৬ কিলোমিটার প্রতি লিটার। দমদম এয়ারপোর্ট থেকে বেহালার দূরত্ব প্রায় ২৭ কিলোমিটার। অ্যাপ ক্যাবে যেতে গেলে ৪০০ টাকার নিচে ভাড়া হবে না। অর্থাৎ, এই গাড়ি কিনলে এক লিটার পেট্রল খরচ করেই ঘুরে আসতে পারবেন এই লম্বা ডিসটেন্স। মারুতি সুজুকি Celerio-র বাজারদর ধার্য করা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার টাকা।
দেশের সবথেকে বেশি মাইলেজ দেওয়া গাড়িগুলোর মধ্যে এক নম্বরে আছে মারুতি সুজুকির Alto 800। সংস্থার দাবি, Alto গাড়ির মাইলেজ ২২ কিলোমিটার প্রতি লিটার। বাজারে এই গাড়ির দাম এখন ৩ লাখ ১৫ হাজার থেকে ৪ লাখ ৮২ হাজার। Celerio-র দাম Alto 800-এর থেকে একটু বেশি। মারুতি জানিয়েছে, Celerio-র পুরনো মডেলের দাম রাখা হয়েছে ৪ লাখ ৬৬ হাজার থেকে ৬ লাখ ১০ হাজার টাকা।
কি কি ফিচার্স আছে Celerio মডেলে
নতুন টাচ স্ক্রিন কনসোল। পুশ বাটন-অন-অফ। অটো ইঞ্জিন স্টার্ট-অফ। মাল্টিফাংশনড স্টিয়ারিং হুইল। এই সব ফিচার্সগুলো নতুন প্রজন্মের আকর্ষণ বাড়াবে। লেনথ, হেডলাইটের নতুন ফিচার্স ও রংয়ের কম্বিনেশন, সব মিলিয়ে স্টাইলের দিকে অনেক ধাপ এগিয়ে Celerio 2021। ইন্টারিয়রেও আধুনিক ফিচার্স এনেছে Celerio। কালো থিমের সঙ্গে অ্যালুমিনিয়াম টাচ গাড়ির কেবিনের গ্ল্যামার বাড়াবে। এই মডেলে থাকছে ভার্টিকাল এয়ার কন্ডিশনারও।
দুটো ফ্রন্ট এয়ারব্যাগ দেওয়া আছে Celerio-তে। আছে এবিএস লাইটের সুবিধা। কনসোল প্যানেলে ক্যামেরার সঙ্গে রিভার্সিং সেন্সর দেওয়া আছে। অ্য়ান্ড্রয়েড অটো ও অ্যাপেল কার প্লে সাপোর্ট করবে Celerio।