এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নের খেতাব হাতছাড়া মেরি কমের। সোনার বদলে রুপো নিয়েই ফিরতে হবে মহিলা বক্সারকে।দুবাইতে রবিবার মহিলাদের ৫১ কেজি বিভাগের ফাইনালে মেরির সামনে ছিলেন কাজাখস্তানের নাজিম কাজাইবে। ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি তিন রাউন্ডের কঠিন লড়াইয়ের পর হারেন দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন কাজাইবের কাছে। মেরি হারেন ২৮-২৯ পয়েন্টে।এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে এই নিয়ে ৭বার নামলেন মেরি। প্রতিবারই পদক জিতলেন তিনি। এই প্রতিযোগিতায় মোট ৫টি সোনা, ২টি রুপো হল তাঁর। তবে ষষ্ঠ সোনাটি পেয়ে গেলে অলিম্পিক্সের আগে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যেত মেরির