দাপুটে জয় দিয়ে অলিম্পিক্স অভিযান শুরু করলেন মেরি কম। বক্সিংয়ে মেয়েদের ফ্লাইওয়েট (৪৮-৫১ কেজি) বিভাগে লড়াই ছিল মেরি কমের। প্রথম ম্যাচে মেরির প্রতিপক্ষছিলেন ডমিনিকান রিপাবলিকের মিগুয়েলিনা হার্নান্ডেজ গার্সিয়া। তাঁকে কার্যত উড়িয়ে দিলেন মেরি।
প্রথম রাউন্ডে পাঁচ জনের মধ্যে তিনজন বিচারক এগিয়ে রাখেন ছ'বারের বিশ্বচ্যাম্পিয়ন তথা লন্ডন অলিএগিয়ে রাখেন। দু'জন এগিয়ে রাখেন ব্লু কর্ণারে থাকা ডমিনিকান রিপাবলিকের বক্সারকে। তৃতীয় রাউন্ডে আগ্রাসী মেরি কমকে সামলানো অসম্ভব হয়ে ওঠে তাঁর প্রতিপক্ষের পক্ষে। মেরির ঝড় সামলাতে রেফারিকে হস্তক্ষেপ করতে হয়।
তৃতীয় রাউন্ডে পাঁচ বিচারকই রায় দেন মেরির পক্ষে। ফলে ৪-১ ব্যবধানে প্রথম ম্যাচ জিতে নেন মেরি কম। এবার প্রি-কোয়ার্টারে লড়াই তাঁর।ম্পক্সের ব্রোঞ্জ জয়ী মেরিকে। দ্বিতীয় রাউন্ডেও লিড নেন মেরি কম। তিনজন বিচারক মেরিকে