তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই গোয়া বিধানসভা নির্বাচনের (Goa Election) বড় দায়িত্ব পেয়েছেন বাবুল সুপ্রিয় (Babul Suprito)। রবিবার গোয়া উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে বেশ খোশ মেজাজে বাবুল। জানালেন, দিদি দায়িত্ব দিয়েছেন। গোয়াতে ভালো ফল করবে তৃণমূল (TMC)।
বাবুল সুপ্রিয়র সঙ্গে গোয়া যাচ্ছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ও সৌগত রায়। বাবুল জানান, গোয়াতে তিনি এর আগে অনেকবার গানের অনুষ্ঠান করতে গিয়েছেন। কিন্তু রাজনৈতিক কর্মসূচি এই প্রথমবার। ২৯ অক্টোবর আরও কিছু বড় নাম তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। সেকথাও জানিয়ে দিলেন বাবুল।
দলের কাজ আগে। কিন্তু ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে উত্তেজিত বাবুলও। গোয়ার হোটেলে টিভিতেই দেখবেন ম্যাচ। তবে শুধু ক্রিকেট নয়, সঙ্গে দেখবেন ইংলিশ প্রিমিয়ার লিগের কিছু ম্যাচও।