রবিবার কলকাতা মেডিকেল কলেজের ৫ নম্বর গেটের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। দুই গোষ্ঠীর সংঘর্ষে রীতিমতো বোতল ছোড়াছুড়ি হয়। এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন। আহতদের নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় মোতায়েন করা হয় র্যাফ।
কলকাতা মেডিকেল কলেজের চুক্তিভিত্তিক শ্রমিকদের বরাত পাওয়া নিয়ে পুরোনো অসন্তোষ ছিল। নানান সময়ে ছোটখাটো ঝামেলা লাগত। কিন্তু রবিবার বিকেলে সেই চাপা অসন্তোষ বড়ো ঝামেলার আকার নেয়। প্রায় ১০-১৫ জনের একটি দল মেডিকেল কলেজের ৫ নম্বর গেট দিয়ে ঢুকে পড়ে।
হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে থাকা কর্মী আবাসনে ব্যাপক হামলা চালায় দুষ্কৃতীরা। হামলার সময় ব্যাপক ইঁটবৃষ্টি হয়। এমনকি গুলি চালানো হয় বলে অভিযোগ।
এলাকার দাপুটে নেতা ভিকি আলির অনুগামীরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, সেইসময় তাদের উদ্দেশ্য করে কটুক্তি করা হয়। এরপর এই ভিকির দলবল চড়াও হয় অপর গোষ্ঠীর ওপর। দুপক্ষই মারধর করার অভিযোগ তোলে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।