আরও ৫ বছর বার্সেলোনাতেই থাকতে চলেছেন লিও মেসি। এখনও এই বিষয়ে অফিসিয়াল ঘোষণা হয়নি, তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শুক্রবারের মধ্যেই এই সংক্রান্ত ঘোষণা হয়ে যাবে৷ আরও ৫ বছর পরে মেসির বয়স হবে ৩৯। ততদিন পর্যন্ত তিনি বার্সায় থাকলে বলা যেতে পারে, কাটালান ক্লাবটি তাঁর সেরা সময়ের পুরোটাই মেসিকে পাবে।
বার্সেলোনার দৈনিক ক্রীড়া পত্রিকা ‘স্পোর্তের’ এক প্রতিবেদনে বলা হয়েছে, লা লিগার দলটির সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে সই করতে যাচ্ছেন মেসি। এজন্য ৫০ শতাংশ বেতন কম নিতে রাজি ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।
কাতালান পত্রিকা ‘এল এস্পোর্তিওর’ খবরের উল্লেখ করে ‘মার্কার’ প্রতিবেদনে বলা হয়েছে, সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। আনুষ্ঠানিক ঘোষণা আসবে শিগগিরই। সেটা হতে পারে শুক্রবারের মধ্যেই।