মহালয়ার শুভক্ষণে জমজমাট হয়ে উঠল সুরুচি সংঘের পুজো ৷ পুজোর মণ্ডপে রীতিমতো ঢাক বাজিয়ে পুজোর উদ্বোধন করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ সঙ্গে ছিলেন সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি ও পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ৷
সুরুচি সংঘের পুজো প্রতিবারই কোনও না কোনও আকর্ষণীয় থিম নিয়ে আসে ৷ এবারে তাদের থিম ‘আবদার’ ৷ করোনা পরিস্থিতিতে ঈশ্বরের কাছে সুস্থ পৃথিবীর আবদার জানাচ্ছে এবারের থিমে সেজে ওঠা পুজো মণ্ডপ ৷ বুধবার পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ এদিন থিম সংয়েরও উদ্বোধন হয় ৷ প্রতিবারই পুজোর দিনগুলিতে অরূপ বিশ্বাসকে ঢাক বাজাতে দেখা যায় ৷ এবার মহালয়ার দিন ঢাক বাজিয়ে চমক দিলেন মন্ত্রী ৷ তাঁর সঙ্গে জুটি বাঁধলেন জিৎ গাঙ্গুলি ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় ৷