আজ মীরাবাই চানুর(Mirabai Chanu) জন্মদিন। নিয়েই এখন খুশির বন্যায় ভাসছে গোটা দেশ।
অলিম্পিক্সে দেশের স্বপ্ন সফল করেছেন এই মহিলা ভারত্তোলক(Mirabai Chanu)।৮ আগস্ট ১৯৯৪ সালে নংপোক কাকিং, ইম্ফল ইস্ট, মণিপুরে জন্ম মীরাবাইয়ের(Mirabai Chanu)।
দরিদ্র ঘরের সন্তান মীরাবাইকে একসময় রুটি রুজির জন্য জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে আনতে হয়েছে। পুরো নাম সাঁইখোম মীরাবাই চানু(Mirabai Chanu)।
এবারের টোকিও অলিম্পিকে প্রথম পদক আসে চানুর হাত ধরেই। ৪৯কেজি বিভাগে রৌপ্য পদক মণিপুরের মেয়ে(Mirabai Chanu)।