করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সবচেয়ে কার্যকর হতে পারে মিশ্র ভ্যাকসিন। অর্থাৎ, প্রথম এবং দ্বিতীয় ডোজে ভিন্ন ভ্যাকসিন নিলে কাজ হতে পারে বেশি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন এইমস প্রধান রণদীপ গুলেরিয়া। তিনি জানান, বেশি কিছু গবেষণার ফলাফল থেকে একথা জানা গিয়েছে। তবে একই সঙ্গে অন্য কয়েকটি গবেষণা বলছে, এতে পার্শ্বপ্রতিক্রিয়াও বেশি হতে পারে। গুলেরিয়া জানান, তাঁরা এখনই এনিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। বাজারে বেশ কিছু টিকা এসে গিয়েছে। কোন দুটি টিকা সবচেয়ে কার্যকর হবে, তা এখনও জানা যায়নি।