দ্যা ল্যানসেট জার্নালে(The Lancet journal) প্রকাশিত একটি সমীক্ষা জানিয়েছে, অ্যাস্ট্রোজেনেকা(AstraZeneca) বা ফাইজার(Pfizer) ভ্যাকসিনের প্রথম ডোজের সঙ্গে মডার্না(Moderna) বা নোভোভ্যাক্স(Novavax) ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ অনুসরণ করলে কোভিড-১৯(Covid-19) অতিমারীর বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
অক্সফোর্ড ইউনিভার্সিটির (University of Oxford) একদল গবেষক এই বিষয়ে গবেষণা করেছেন। গবেষণায় অংশগ্রহণকারী ১০৭০ জন অংশগ্রহণকারীর ক্ষেত্রে নিরাপত্তাজনিত কোনও সমস্যা তৈরি হয়নি।
এছাড়াও অ্যাস্ট্রোজেনেকা(AstraZeneca) বা ফাইজারের(Pfizer) দুটি ডোজ গ্রহণকারীদের তুলনায় মডার্নার(Moderna) দ্বিতীয় ডোজ গ্রহণকারী স্বেচ্ছাসেবকদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বেশি সংখ্যক স্বল্পকালীন ভ্যাকসিনের প্রতিক্রিয়া দেখা গেছে।
আরও পড়ুন- Omicron Variants: ডেল্টা ভ্যারিয়েন্টের মতো ক্ষতিকর নয় কোভিডের নয়া স্ট্রেন ওমিক্রন, জানাচ্ছেন ড.ফসি
করোনার ওমিক্রন(Omicron) স্ট্রেন বিশ্বজুড়ে নতুন আতঙ্ক হয়ে ওঠার মুহূর্তে এই ধরনের গবেষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গবেষণাটি পরিবর্তিত পরিস্থিতিতে বিশেষ করে নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলিতে ভ্যাকসিনগুলিকে(vaccines) দ্রুত তৈরি করতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।