চলতি সপ্তাহেই ভারতে পৌঁছবে মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা মডার্নার করোনা টিকা। আগামী ১৫ জুলাই থেকেই মডার্নার টিকা পাওয়া যেতে পারে দেশের বেশ কয়েকটি সরকারি হাসপাতালে। টিকা এই সপ্তাহে পৌঁছে গেলেও মডার্নার টিকা ভারতীয়দের ওপর প্রয়োগ করতে আরও সপ্তাহ খানেক সময় লাগবে বলে খবর।
সব ঠিক থাকলে এটিই হতে চলেছে ভারতে ব্যবহৃত চতুর্থ করোনা টিকা। এর আগে কোভ্যাক্সিন, কোভিশিল্ড এবং স্পুটনিক ভি-কে ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই।
প্রসঙ্গত, মডার্না হল এম আরএনএ ভ্যাকসিন। ভারতে এই ভ্যাকসিন উৎপাদন করবে সিপলা।