শিশুদের উপর করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করল অ্যামেরিকার ফার্মাসিটিকাল ও বায়োটেকনোলজি কম্পানি মডার্না। 6 মাস থেকে ১২ বছরের নিচে থাকা শিশুদের উপর এর প্রয়োগ শুরু করা হয়েছে বলে কম্পানির তরফে জানানো হয়েছে। প্রায় ৬ হাজার ৭৫০ জনের নাম নথিভুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের।
সিইও স্টিফেন ব্যানসেল এক বিবৃতিতে বলেন, "কম বয়সীদের স্বাস্থ্যের উপর এই টিকা কতটা নিরাপদ তা পরীক্ষামূলক প্রয়োগের মাধ্যমে বোঝা যাবে।" এদিকে মার্কিন স্কুলগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব খোলার জন্য চাপ দেওয়া হচ্ছে। কিন্তু, অনেকেই সামাজিক দূরত্বকে মেনে চলার জন্য অস্থায়ী ক্লাসরুম বা স্কুলের দিনের পরিমাণ কমিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।