তৃণমূল কংগ্রেস (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) 'স্বপ্ন' এক! এমনই দাবি করা হল খোদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) ঘনিষ্ঠ বাংলা পত্রিকায়।
'স্বস্তিকা' নামে ওই পত্রিকাটি আরএসএস-এর বাংলা মুখপত্র হিসাবেই পরিচিত। সমকালীন রাজনৈতিক, সামাজিক বিষয়ে প্রবন্ধ ছাপা হয় সেখানে। নির্মাল্য মুখোপাধ্যায় বলে জনৈক লেখক স্বস্তিকার শেষ দু'টি সংখ্যায় প্রবন্ধ লিখেছেন। একটির শিরোনাম, 'মোদী-মমতার রহস্য জোটে' ফেঁসে সব দল, ভাঙন বিরোধী শিবিরে', অন্যটির শিরোনাম, 'কেন ইতিহাস মুছতে চাইছেন মমতা, শিল্প আগ্রহ, না সনিয়া খতম?'
Mamata Banerjee: কাজ না করলে ভোটে টিকিট নয়, পুর-প্রচারে কড়া বার্তা মমতার
প্রবন্ধের বক্তব্য হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু'জনেরই এখন স্বপ্ন হল 'কংগ্রেস মুক্ত ভারত'। মোদীর এই স্বপ্নের শরিক মমতা। প্রবন্ধে দাবি করা হয়েছে, মমতা কংগ্রেসের নাড়ি-নক্ষত্র চেনেন৷ তাই তাঁকে দিয়েই 'কংগ্রেস বধ করাতে চান মোদী।