মশাবাহিত রোগে রাজ্য জুড়ে উদ্বেগ বাড়ছে। জেলাভিত্তিক এন্টোমোলজিকাল সমীক্ষায় (Entomological Survey) নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। ডেঙ্গি-ম্যালেরিয়া (Dengue/Malaria) নিয়ে আট জেলার আটটি পৌরসভাকে সতর্ক করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর (Heath Department)।
কিছুদিন আগে দেশের কিছু অংশের সমীক্ষায় মশাবাহিত রোগ নিয়ে সতর্ক করা হয়েছিল। এবার সেই আশঙ্কা হানা দিল রাজ্যেও। জমা জলে মশার লার্ভা তৈরি হয়। বর্ষায় কলকাতা সহ অধিকাংশ এলাকা জলমগ্ন। তাই মশাবাহিত রোগ (Mosquito disease) আরও বাড়ছে। হাওড়া, শিলিগুড়ি, বরানগর, রিষডা, বজবজ, আসানসোল, বাঁকুড়া, সাঁইথিয়া- এই আটটি পৌরসভাকে সতর্ক করেছে স্বাস্থ্য দপ্তর।
সমীক্ষায় জানা গেছে, রিষড়া পৌরসভায় গত চার সপ্তাহে নয়জন ডেঙ্গি আক্রান্ত হয়েছে। পাঁচ পৌরসভায় বাড়ির জমাজলে অধিকাংশ মশার লার্ভা পাওয়া গেছে। ছটি পৌরসভায় নর্দমায় ৫০ শতাংশ জীবানুবাহিত মশার লার্ভা খুঁজে পাওয়া গেছে। আটটি পৌরসভায় খালের ধারে একশো শতাংশ লার্ভার হদিশ পেয়েছেন সমীক্ষকরা। শুধু শহরে নয় মশাবাহিত রোগের প্রভাব এবার বাংলার গ্রামাঞ্চলেও দেখা যাচ্ছে।