এবার বিশ্বের ১০০ বিলিয়ন ডলারের ক্লাবের সদস্য হলেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। এই বছরে শুধু আম্বানির অর্জন করা ২৪ বিলিয়ন ডলার এখন ১০০,০০০,০০০,০০০ ডলারেরও বেশি মূল্যবান।
এই ১০০ বিলিয়ন ডলার ক্লাবে টেক জায়ান্ট এলন মাস্ক, জেফ বেজোস থেকে কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেট পর্যন্ত মাত্র ১১জন একচেটিয়া সদস্য রয়েছেন। প্রকৃতপক্ষে, তালিকায় কেবল দুজন অ-মার্কিন ধনকুবের রয়েছেন। একজন হলেন মুকেশ আম্বানি এবং অন্যজন ফ্রান্সের সবচেয়ে ধনী ব্যক্তি বার্নার্ড আর্নল্ট, LVMH- এর চেয়ারম্যান, বিশ্বের বিলাসবহুল পণ্য প্রস্তুতকারী।
সামগ্রিক ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সে ১১ নম্বরে স্থান পেয়েছে মুকেশ আম্বানি। তিনি রয়েছেন ঠিক 'ওরেকল অফ ওমাহা' বাফেটের পিছনে।
সম্পদের এই ব্যাপক বৃদ্ধি রিলায়েন্স চেয়ারম্যান একাই উপভোগ করছেন এমন কিছু নয়। এই বছর স্টকমার্কেটে আম্বানির শেয়ার ৪৫% এর বেশি হওয়ায়, রেকর্ড উচ্চতার কাছাকাছি স্ক্রিপ লেনদেনের কারণে দালাল স্ট্রিটের শেয়ারহোল্ডারদের পোর্টফোলিও রিটার্ন ফুলে উঠেছে।