সময়টা খারাপ যাচ্ছিল হার্দিক পান্ডিয়ার। এবার বোধহয় ফর্মে ফিরলেন আবার। দারুণ ফিনিশ করে কঠিন পরিস্থিতিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মুম্বইকে জেতালেন । পাঞ্জাব কিংসের ১৩৫/৬ এর জবাবে এক ওভার বাকি থাকতে হাতে ছয় উইকেট নিয়ে লক্ষ্যে পৌঁছল মুম্বই।
হার্দিক পান্ডিয়ার ৩০ বলে ৪০ রানের ইনিংসের সঙ্গেই দারুণ ব্যাটিং করলেন সৌরভ তিওয়ারি (৩৭ বলে ৪৫)।
মন্থর পিচে অল্প রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বই বেশ বিপাকে পড়ে শুরুতেই। ১৬ রানের মধ্যেই রোহিত (৮) এবং সূর্যকুমার যাদব (০) আউট হন। কুইন্টন ডিকক এবং সৌরভ তিওয়ারির ব্যাটে ভর করে বিপদ কাটে। দুজনে তৃতীয় উইকেটে ৪৫ রান যোগ করে যান। এরপরে ডিকক (২৯ বলে ২৭) এবং সৌরভ তিওয়ারি ফিরে গেলেও মুম্বইকে জিতিয়ে মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া এবং পোলার্ড (৭ বলে ১৫)।