রাজ্যে (West Bengal) ফের বেজে গেল নির্বাচনের ডঙ্কা। কলকাতা (KMC) এবং হাওড়ার পুরভোটের জন্য ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ১৭ নভেম্বর। নির্বাচন কমিশনের (EC) এই তৎপরতার মধ্যেই রাজ্যের শতাধিক পুরসভার ভোট একসঙ্গে করার দাবি নিয়ে চড়ছে রাজনীতির পারদ।
BJP: ৫ রাজ্যের ভোটে ২৫২ কোটি খরচ বিজেপির, ৬০% ব্যয় বাংলায়
পুরভোটের আগে হাওড়া পুরসভার (Municipal Election) থেকে আলাদা হল বালি। শুক্রবার বিধানসভায় এই মর্মে প্রস্তাব পাস হয়। এর আগে হাওড়া পুরসভার অধীনে ছিল বালি। বালির ১৬টি ওয়ার্ড নিয়ে হাওড়া পুরসভায় ৬৬টি ওয়ার্ড ছিল। এবার আলাদা হল হাওড়া ও বালি পুরসভা।
আসন্ন পুর নির্বাচনে হাওড়ায় ভোট হবে ৫০ ওয়ার্ডে। নাগরিক পরিষেবা মাইক্রো লেভেলে পৌঁছে দিতে এই সিদ্ধান্ত। বিধানসভায় জানান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।