গুরুতরআঅসুস্থ হয়ে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীধরন। সানরাইজার্স হায়দ্রাবাদের মেন্টর হিসেবে এখন ভারতেই আছেন তিনি। শনিবার ছিল মুরলীর জন্মদিন। ৪৯ বছর সম্পূর্ণ করলেন তিনি। তার পরের দিন অর্থাৎ রবিবারই জানা গেল যে, হৃদযন্ত্রে সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, মুরলীধরনের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে। দেখা হবে তাঁর আর্টারিতে কটা বা কত শতাংশ ব্লকেজ রয়েছে। সেই মতো পরবর্তী চিকিৎসার পদক্ষেপ ঠিক করবেন চিকিৎসকেরা।