করোনার বেলাগাম সংক্রমণে উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দফতর। করোনা প্রতিরোধে এবার অ্যাপেক্স টাস্ক ফোর্স গড়ল রাজ্য। ছয়জনকে নিয়ে তৈরি এই টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকছেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। ছয় সদস্যের এই টাস্ক ফোর্সে থাকছেন পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, অর্থ দফতরের সচিব, স্বাস্থ্য দফতরের সচিব, পঞ্চায়েত দফতরের সচিব এবং হোম অ্যান্ড প্লানিং দফতরের সচিব। অ্যাপেক্স টাস্ক ফোর্স মূলত জেলার যে সমস্ত কোভিড অবজারভার রয়েছেন তাঁদের সঙ্গে যোগাযোগ রাখবে। এই টাস্ক ফোর্সকে সাহায্য করার জন্য আরও একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র সচিবকে মাথায় রেখে সেই টাস্ক ফোর্স তৈরি হয়েছে।