কোভিডের নয়া প্রজাতি (Covid New Variant) ওমিক্রন (Omicron) নিয়ে উদ্বেগ। করোনা ভাইরাসের বিধিনিষেধের মেয়াদ ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়াল রাজ্য। নাইট কার্ফু ও অন্য বিধিনিষেধ চালু থাকবে রাজ্যে।
নবান্ন মঙ্গলবার নির্দেশিকায় জানিয়েছে, রাত ১১টা থেকে সকাল পাঁচটা পর্যন্ত নাইট কার্ফু (Night Curfew) চলছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশিকাই জারি থাকবে গোটা রাজ্যে। রাস্তায় চলাফেরা ও যানবাহনের ওপর সম্পূর্ণ বিধিনিষেধ জারি থাকবে।
শুধু তাই নয়, এর সঙ্গে পুরনো কোভিড বিধি মেনেই চলতে হবে রাজ্যবাসীকে। মাস্ক পরা ও দূরত্ববিধি বজায় রাখতে হবে। রাজ্যের অফিস ও প্রতিষ্ঠানগুলোকেও এই বিধিনিষেধ মেনে চলতে হবে।
ওমিক্রন নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে সতর্কবার্তা দিয়েছিল কেন্দ্র। করোনার এই নতুন প্রজাতি ভারতে এখনও ধরা না পড়লেও আগাম সতর্কতা নিতে চাইছে প্রশাসন।