নৌসেরা সেক্টরে দীপাবলি পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেনাবাহিনীকে মিষ্টি বিতরণ করে তাঁদের সঙ্গে সময় কাটালেন তিনি। জম্মু-কাশ্মীরে প্রাক্তন সেনাকর্মীদের সঙ্গেও সময় কাটান নরেন্দ্র মোদী। সীমান্তে শহিদ জওয়ানদের শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।
এই নিয়ে দ্বিতীয়বার দীপাবলিতে সেনাবাহিনীর সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকালে নৌসেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে একটি সেনা ক্যাম্পে যান তিনি। সেনাবাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, "সীমান্তে সেনা আছে বলেই দেশের মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারছে। এরাই দেশের সুরক্ষাকবচ।"
গত তিন সপ্তাহে জম্মু ও কাশ্মীরের দুই জেলো পুঞ্চ ও রাজৌরি অশান্ত হয়ে ওঠে। শহিদ হন ১১ জন জওয়ান।