ড্রামের শব্দ ছাপিয়ে উঠল হাততালিতে। প্রধানমন্ত্রী ড্রামস্টিক হাতে নিতেই শুরু হয়ে গেল উচ্ছ্বাস। এক অন্য রূপে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এয়ারপোর্টে বিদায়ের সময় ভিড় হল অটোগ্রাফ নেওয়ার জন্য। আর চারদিকে উঠল মোদী মোদী স্লোগান। গ্লাসগো সম্মেলন (Glasgow Summit) থেকে দেশে ফেরার আগে প্রবাসী ভারতীয়রা এভাবেই সংবর্ধনা দিলেন নরেন্দ্র মোদীকে।
গ্লাসগো থেকে ভারতীয় বিমানে ওঠার সময় এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান কমিউনিটির সদস্যরা। লাইনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর আশীর্বাদ চাইলেন। আর সঙ্গে অটোগ্রাফও চেয়ে নিলেন। প্রবাসী ভারতীয়দের সঙ্গেই এদিন ড্রাম বাজান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নামে স্লোগানও শোনা যায় এদিন।
ইজরায়েলে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদী, জানালেন সে দেশের প্রধানমন্ত্রী নিজেই
রোম থেকে জলবায়ু সম্মেলনে যোগ দিতে গ্লাসগোতে এসেছিলেন প্রধানমন্ত্রী। রোমে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন। জলবায়ু সম্মেলনে প্যারিস চুক্তিকে মান্যতা দিয়ে আগামী ৫০ বছরের রুটম্যাপও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। ভবিষ্যতের পৃথিবী নিয়ে বিশ্বের রাষ্ট্রনায়কদের সঙ্গে আরও আলোচনা করবেন বলেও আশ্বাস দেন তিনি।