দেশে করোনা সংক্রমণ ক্রমশই বাড়ছে। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫ জন। মারা গিয়েছেন ৩,৭৮০ জন। গত একদিনে করোনা জয় করে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৩৮ হাজার ৪৩৯ জন৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬লক্ষ ৬৫ হাজার ১৪৮। করোনায় মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ২৬ হাজার ১৮৮।