দৈনিক সংক্রমণ সামান্য কমলেও দেশে এখনও ভয়াবহ করোনা পরিস্থিতি। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত একদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন৷ মারা গিয়েছেন ৩,৭৫৪ জন। এই ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৫৩ হাজার ৮১৮ জন।দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার ১১৬।মোট করোনা আক্রান্তের সংখ্যা ২কোটি ২৬লক্ষ ৬২ হাজার ৫৭৫, মোট মৃত্যুর সংখ্যা ২লক্ষ ৪৬হাজার ১১৬