দেশে ভয়াবহ আকার নিচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। রবিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১১ হাজার ১৭০ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৭ জনের। একদিনেই সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৬২ হাজার ৪৩৭ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৪৬ লক্ষ ৮৪ হাজার ৭৭। এর মধ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩৬ লক্ষ ১৮ হাজার ৪৫৮।