দেশে করোনা সংক্রমণ ক্রমশ কমছে ।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭১ জন, সংক্রমণে মৃত্যু হয়েছে ৯৫৫ জনের। অন্যদিকে, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫২ হাজার ২৯৯ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৫লক্ষ ৪৫হাজার ৪৩৩-এ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৬ লক্ষ ৫৮ হাজার ৭৮ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪লক্ষ ৮৫হাজার ৩৫০। এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৪,০২,০০৫।
এখনও অবধি দেশে মোট ৩৫ কোটি ১২ লক্ষ ২১ হাজার৩০৬ জন করোনা টিকা পেয়েছেন