দেশে করোনা সংক্রমণ ফের কিছুটা বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৭হাজার২৪০ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৯৩০ জনের। অন্যদিকে, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪৭ হাজার ২০০ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৬ লক্ষ ৬৩ হাজার ৬৫৫-এ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৭ লক্ষ ৯৯ হাজার ৫৩৪ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪লক্ষ ৫৯হাজার ৯২০। এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৪,০৪,২১১।
এখনও অবধি দেশে মোট ৩৬কোটি ১৩ লক্ষ ২৩ হাজার ৫৪৮জন করোনা টিকা পেয়েছেন।