দেশে কিছুটা বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আবারও ৫০ হাজার অতিকার করল। গত একদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০ জন। তবে দেশের অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা বেশ কিছুটা কমেছে৷ দেশে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ৮৬ হাজার ৪০৩। দেশের সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৭৫ শতাংশ। গত একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১,২৫৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩ লক্ষ ৯৫ হাজার ৭৫১। গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭,৯৪৪ জন।