শুক্রবার ফের খানিকটা কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। কিছুটা কমল মৃ্ত্যুর সংখ্যাও। স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৯ জন। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৪১ হাজারের বেশি।
গত ২৪ ঘণ্টায় দেশের করোনার বলি ৫৪২ জন। যা বৃহস্পতিবারের চেয়ে অনেকটা কম। গত একদিনে মারণ ভাইরাসের কবলমুক্ত হয়েছেন ৪০ হাজারেরও বেশি রোগী। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশের অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৩০ হাজার ৪২২। যা গত ২৪ ঘণ্টায় প্রায় ২ হাজার কমেছে।
দেশে মোট করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ১০ লক্ষ ২৬ হাজার ৮২৯। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ১ লক্ষ ৮৩ হাজার ৮৭৬ জন।
দেশের সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.২৮ শতাংশ। গত ২৫ দিন ধরে দেশের দৈনিক পজিটিভিটির হার ৩ শতাংশের নিচে। এই মুহূর্তে তা ১.৯৯ শতাংশ। বেড়েছে নমুনা পরীক্ষার সংখ্যাও।