দেশে করোনা(COVID 19) সংক্রমণ ফের কিছুটা বাড়ল।
রবিবারের সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৯ হাজার ৭০ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। দেশে মোট করোনা (Coronavirus)আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ১৯ লক্ষ ৩৪ হাজার ৪৫৫। মৃতের সংখ্যা ৪ লক্ষ ২৭ হাজার ৮৬২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৯১জনের।
স্বাস্থ্যমন্ত্রকের(HEALTH REPORT) রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৩ হাজার ৯১০ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১০ লক্ষ ৯৯ হাজার ৭৭১জন।