গত ২৪ ঘণ্টায় দেশে কিছুটা বাড়ল করোনায় (Coronavirus) আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ হাজার ১৭৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।
গত একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৪৪০ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৩২ হাজার ৫১৯।
পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ১৪ লক্ষ ৮৫ হাজার ৯২৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৭ হাজার ১৬৯ জন।