হাসপাতালে বেড নেই, বাড়ছে অক্সিজেন ও ওষুধের সঙ্কট। এরমধ্যেই বেড়েই চলেছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা।ফের করোনায় দৈনিক সংক্রমণে রেকর্ড। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৮৩ লাখ ৭৬ হাজার ৫২৪-তে। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৩০ লাখ ৮৪ হাজার ৮১৪। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩,৬৪৫ জনের। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২ লাখ ৪ হাজার ৮৩২। দেশে সুস্থ হয়েছেন ১কোটি ৫০ লক্ষ ৮৬ হাজার ৮৭৮ জন।