স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২০ হাজার ৫২৯ জন। একদিনে করোনার ছোবলে মৃত্যু হয়েছে ৩,৩৮০ জনের। আর সুস্থ হয়ে ফিরেছেন ১ লক্ষ ৯৭ হাজার ৮৯৪ জন। করোনা আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে মোট ৩ লক্ষ ৪৪ হাজার ৮২ জনের। এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৫৫ হাজার ২৪৮।