দেশে করোনা সংক্রমণ ক্রমশ কমছে ।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৭৮৬ জন, সংক্রমণে মৃত্যু হয়েছে ১০০৫ জনের। অন্যদিকে, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬১ হাজার ৫৮৮ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৪ লক্ষ ১১ হাজার ৬৩৪-এ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৪ লক্ষ ৮৮ হাজার ৯১৮ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ২৫৭। এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৩,৯৯,৪৫৯।
এখনও অবধি দেশে মোট ৩৩ কোটি ২৮ লক্ষ ৫৪ হাজার ৫২৭ জন করোনা টিকা পেয়েছেন