কথা রাখলেন আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra)। অলিম্পিকে সোনা জয়ী অ্যাথলেট নীরজ চোপড়ার (Neeraj Chopra) বাড়িতে পৌঁছে গেল মাহিন্দ্রার গোল্ড এডিশন কাস্টমাইজ়ড গাড়ি। গাড়ি উপহার পেলেন প্যারালিম্পিকের দুই সোনা জয়ীও।
অ্যাথলেটে প্রথম ভারতকে সোনা এনে দিয়ে ইতিহাস তৈরি করেছেন নীরজ চোপড়া। হরিয়ানার এই অ্যাথলেটের সাফল্যে মাহিন্দ্রা (Mahindra) একটি কাস্টমাইজ়ড গাড়ি তৈরি করেছে। XUV700 জ্যাভলিন গোল্ড এডিশন। সেই গাড়ির ছবি টুইটারে শেয়ার করলেন নীরজ নিজেই। ধন্যবাদ জানালেন আনন্দ মাহিন্দ্রাকেও। ৮৭.৫৮ মিটার থ্রোয়ে অলিম্পিকে সোনা জেতেন নীরজ। গাড়িতে খোদাই করা আছে সেই নম্বরের গ্রাফিক্সও।
নীরজ চোপড়াকে স্পেশাল জার্সি উপহার চেন্নাই সুপার কিংসের
প্যারালিম্পিকে সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্তিলকেও এই গোল্ড এডিশন গাড়ি পাঠিয়েছে মাহিন্দ্রা কম্পানি। গাড়ি উপহার পেলেন প্যারালিম্পিকের ১০ মিটার রাইফেল জয়ী অ্যাথলেট আভানি লেখারা।