অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল টোকিও অলিম্পিক্সে ভারতের একমাত্র সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়াকে। সূত্রের খবর, নীরজের প্রচণ্ড জ্বর। গত কয়েকদিন ধরেই তিনি জ্বরে ভুগছেন। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে নীরজ প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছেন।
মঙ্গলবার হরিয়ানার পানিপথে, নিজের শহরে সংবর্ধনার মাঝেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সংবর্ধনা নির্দিষ্ট সময়ের আগেই শেষ করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, এখন তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দেশে ফেরার পরপরই জ্বর ও গলা ব্যথা শুরু হয় নীরজের। অসুস্থতা নিয়েই রবিবার লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেন, সোমবার প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখাও করেন নীরজ।