অলিম্পিকে ভারতের হয়ে সোনা জয় করেছেন হরিয়ানার নীরজ চোপড়া। ভারতের হয়ে তিনি ইতিহাস গড়েছেন।
ইতিমধ্যেই অনেকে অভিনন্দন-শুভেচ্ছা জানিয়েছে নীরজকে। এবার হরিয়ানা সরকার নীরজ চোপড়ারর জন্য ৬কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে এবং আনন্দ মাহিন্দ্রা যখন জভেলিন স্টারকে একটি নতুন XUV 700 উপহার দেবেন বলে জানিয়েছেন, যখন তিনি টোকিও অলিম্পিক থেকে স্বর্ণপদক নিয়ে ভারতে ফিরবেন।
ফলে ইতিমধ্যেই বড় পুরস্কার ঘোষণা করেছে সবাই। আরও কয়েকজন এবার নীরজের জন্য পুকস্কার ঘোষণা করতে চাইছে এখন। শুধু তাই নয় বিসিসিআই-র তরফেও নীরজ চোপড়াকে ১ কোটি টাকা নগদ পুরস্কার দেওয়া হবে ভারতীয় এই স্বর্ণ পদক জয়ীকে।