টোকিও অলিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্স এএর পর জ্যাভলিন থ্রোয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ে বেশ খানিকটা উন্নতি হল নীরজ চোপড়ার। ১৪ ধাপ উঠে ভারতের সোনার ছেলে এখন দ্বিতীয় স্থানে। বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার প্রকাশ করা সাম্প্রতিক র্যাঙ্কিং অনুযায়ী, এখন নীরজের স্কোর ১,৩১৫। এক নম্বরে থাকা জার্মানির অ্যাথলিট জোহানেস ভেটারের স্কোর ১,৩৯৬। বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে তাঁর পক্ষে এক নম্বর হওয়া খুব একটা কঠিন হবে না।
এবারের অলিম্পিক্সে ৮৭.৫৮ মিটার থ্রো করে সোনা পেয়েছেন নীরজ। মাত্র ২৩ বছর বয়সেই হরিয়ানার এই অ্যাথলিট দেশবাসীর স্বপ্নপূরণ করেছেন। তাঁর হাত ধরে স্বাধীন ভারতে এই প্রথম অ্যাথলেটিক্স থেকে পদক এল। ৭ অগাস্ট টোকিওয় নীরজের অসাধারণ থ্রো অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে ১০টি অসামান্য মুহূর্তের মধ্যে জায়গা করে নিয়েছে। ফাইনালে নীরজের প্রথম থ্রো ছিল ৮৭.০৩ মিটারের। দ্বিতীয় থ্রোয়ে তিনি ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভলিন পৌঁছে দেন। এই থ্রো-ই সোনা এনে দিল।