জ্যাভেলিনে ভারতকে অলিম্পিকে সোনা (Olympics Gold) এনে দিয়েছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। টোকিও অলিম্পিকের সেই ঐতিহাসিক (Tokyo Olympics) জ্যাভেলিন এবার নিলামে। এখনও পর্যন্ত নিলামে সর্বোচ্চ দর উঠেছে এক কোটি টাকা। প্রাপ্ত অর্থ প্রধানমন্ত্রীর নমামি গঙ্গে প্রকল্পে ব্যবহৃত হবে।
একটি টুইট করে নীরজ জানিয়েছেন, অলিম্পিকের জ্যাভেলিনের নিলাম চলছে। পিএম মেমেন্টো ওয়েবসাইটে আছে এই জ্যাভেলিন। নিলামে প্রাপ্ত অর্থ নমামি গঙ্গে প্রকল্পের কাজে লাগবে।
বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত এই নিলামের সময়সীমা। নীরজের জ্যাভেলিন ছাড়াও এখানে আছে ইন্ডিয়ান হকি টিমের স্টিক। রাখা আছে পিভি সিন্ধুর ব্যাটও। দাম উঠেছে ৮০ লক্ষ টাকা করে।