ধ্যানচাঁদ খেলরত্নের (Dhyan Chand Khel Ratna) জন্য অলিম্পিকের সোনাজয়ী অ্যাথলেট নীরজ চোপড়া (Neeraj Chopra) ও রুপো জয়ী অ্য়াথলেট রবি দাহিয়ার (Ravi Dahiya) নাম পাঠানো হল। খেলরত্নের জন্য দেশের মোট ১১ জন খেলোয়াড়ের নাম পাঠানো হয়েছে।
টোকিও অলিম্পিকে দ্বিতীয় ভারতীয় হিসেবে সোনা জেতেন নীরজ। কুস্তিগীর রবি দাহিয়াও রুপো জেতেন এবার। ধ্যানচাঁদ খেলরত্ন পাওয়ার যোগ্য দাবিদার এই দুই অ্যাথলেট। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন বক্সার লাভলিনা বোরগোহেন । খেলরত্নের জন্য পাঠানো হয়েছে তাঁর নামও। তালিকায় আছেন হকি দলের গোলকিপার পিআর শ্রীজেশ, মহিলা ক্রিকেটার মিতালি রাজও।
প্রথম ফুটবলার হিসেবে খেলরত্ন পুরস্কারের জন্য নাম মনোনীত হয়েছে ভারতের ফুটবল টিমের অধিনায়ক সুনীল ছেত্রীর (Sunil Chhetri)। প্যারালিম্পিকের শুটার আভানি লেখারা, মনীশ নারওয়াল, জ্যাভলিন থ্রোয়ার সুমিত আন্তিল, ব্যাডমিন্টন প্লেয়ার প্রমোদ ভগত, কৃষ্ণা নাগরের নামও পাঠানো হয়েছে। অর্জুন পুরস্কারের জন্য ৩৫ জন অ্যাথলেটের নাম মনোনয়নে পাঠানো হয়েছে।