ভারতের জন্য অলিম্পিকে ইতিহাস তৈরি করেছেন ২৩ বছরের যুবক। ১৩০ কোটির মন জয় করে নিয়েছেন মুহূর্তে। কিন্তু এত বড় সাফল্যকে বিশ্বাসই করতে পারেননি স্বর্ণ পদক গলায় পরার পরেও। তাই শনিবার রাতে বালিশের পাশেই মেডেল টা নিয়ে ঘুমিয়েছিলেন নীরজ চোপড়া।
সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন অলিম্পিকে দ্বিতীয় স্বর্ণপদকজয়ী নীরজ চোপড়া। পোডিয়ামে মেডেল নেওয়ার সময় নেপথ্যে বাজছিল জাতীয় সংগীতের সুর। সেই সময় নীরজ ঘুরে দেখছিলেন তাঁর টোকিও আসা, অনুশীলন, কঠোর অনুশীলন, অলিম্পিকের গোটা প্রস্তুতি পর্বটা।