করোনা প্রতিরোধে রেমডেসিভির ও টোসিলিজুমাব ব্যবহার নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি-বেসরকারি কোভিড হাসপাতালে সরাসরি ওষুধ সরবরাহ করবে ওষুধ প্রস্তুতকারী সংস্থা। কতটা পরিমাণ ওষুধ লাগবে, তা নির্ধারিত হবে সংশ্লিষ্ট হাসপাতালের সিসিইউ বেড ও রোগীর সংখ্যার নিরিখে। পাশাপাশি, ওই নির্দেশিকায় বলা হয়েছে, কোনও ব্যক্তি বা কোনও চিকিত্সককে ব্যক্তিগতভাবে রেমডেসিভির ও টোসিলিজুমাব যেন সরবরাহ না করে ওষুধ প্রস্তুতকারী সংস্থা। করোনা প্রতিরোধে এই দুটি ওষুধের মাত্রাতিরিক্ত ব্যবহার রুখতেই এই নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর।