ক্রমশ বাড়ছে ওমিক্রন (Omicron)। তার মধ্যেই ঘনাচ্ছে বিতর্কের মেঘ যে, সাধারণ মানুষের কোভিড ভ্যাকসিন (Covid vaccine) ছাড়াও বুস্টার দরকার আছে কি না। এর মধ্যেই প্রকাশিত হল ল্যানসেটের (Lancet) নতুন গবেষণা। যা অতিরিক্ত টীকাকরণের স্বপক্ষেই কথা বলছে।
এই গবেষণাটি সেইসব মানুষদের ওপর চালানো হয়েছে, যাঁরা ইতিমধ্যেই সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (Serun Institue Of India) তৈরি কোভিশিল্ড নিয়েছেন।
সাম্প্রতিক এই গবেষণাটি চালানো হয় স্কটল্যান্ড ও ব্রাজিলে। সেখানে উঠে আসে একটি গুরুত্বপূর্ণ তথ্য- অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ১৮ থেকে ১৯ সপ্তাহের মধ্যেই ক্রমশ শক্তি কমতে থাকে কোভিড ভ্যাকসিনের।
এর ফল একটাই, কোভিড হলে হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যু হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।
গবেষণা এই কথাও স্পষ্টভাবে জানিয়েছে যে, কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়া প্রত্যেকেরই বুস্টার নেওয়া জরুরি।
ভারতের মতো দেশে যেখানে মোট ভ্যাকসিন নেওয়া নাগরিকদের মধ্যে ৮৯%-ই কোভিশিল্ড নিয়েছেন, সেখানে এই গবেষণার ফলটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে ওয়াকিবহালমহল।