T20 বিশ্বকাপে (T20 World Cup 2021) রবিবার আট উইকেটে ভারতকে (India) হারাল নিউজিল্যান্ড (New Zealand)। পরপর দুই ম্যাচে হেরে বিশ্বকাপের রাস্তা কঠিন হয়ে গেল টিম ইন্ডিয়ার।
১১১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ভারতকে কোনও সুযোগ দেয়নি নিউজিল্যান্ড। বুমরাহর ডেলিভারিতে গুপ্তিল আউট হলেও ৪৯ রান করেন অন্য ওপেনার ড্যারিল মিচেল।
ম্যাচ শেষ করে আসেন অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)।
নিউজিল্যান্ডকে ১১১ রানের টার্গেট টিম ইন্ডিয়ার, তিন উইকেট ট্রেন্ট বোল্টের
রবিবার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। ওপেনিং পার্টনারশিপে পরিবর্তন আনে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার বদলে কে এল রাহুলের সঙ্গে নামেন ইশান কিষান। কিন্তু তাতে খেলায় কোনও পরিবর্তন আসেনি। ১১০ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস।
রাহুল, ইশান ও রোহিতের উইকেট পড়তেই আরও বড় ধাক্কা আসে শিবিরে। চেষ্টা করলেও ব্যর্থ হন অধিনায়ক বিরাটও (Virat Kohli)। হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার রানে স্কোরবোর্ডে একশোর গণ্ডি পেরোয় ভারত। তিন উইকেট তুলে নেন নিউজিল্যান্ডের বোলার ট্রেন্ট বোল্ট (Trent Boult)। দুই উইকেট তোলেন ইশ সোধি।