উৎসবের মরশুম শেষ হতেই করোনা সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে কড়া হয়েছে রাজ্য সরকার। জারি করা হয়েছে নাইট কারফিউ। যদিও সরকার একে কারফিউ বলতে রাজি নয়। বলা হচ্ছে, রাত্রিকালীন বিধিনিষেধ। যাঁরা বিধি ভাঙছেন, তাঁদের আটক করছে পুলিশ।
এমন ছবিই সামনে এল পশ্চিম বর্ধমানের আসানসোলে। শুক্রবার রাতে বিধিনিষেধ অমান্য করে রাস্তায় বেরিয়েছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নেয় পুলিশ। ওই ব্যক্তিদের আটক করা হয়। স্থানীয়দের সঙ্গে এই নিয়ে বচসাও হয় পুলিশের।
West Bengal Covid Update: পুজো মিটতেই লাগামছাড়া করোনার সংক্রমণ, প্রমাদ গুণছেন চিকিৎসকরা
উৎসবের দিনগুলিতে বিধিনিষেধ শিথিল করেছিল সরকার। ১০-২০ অক্টোবর শিথিল ছিল বিধিনিষেধ। কিন্তু ফের বাড়ছে করোনা। ফলে সতর্ক নবান্ন।