লক্ষ্মীপুজো পেরোতেই করোনা সংক্রান্ত বেশ কিছু বিধিনিষেধ ফিরছে পশ্চিমবঙ্গে। বৃহস্পতিবার থেকে ফের শুরু হয়ে যাবে নাইট কার্ফু। অর্থাৎ রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনো ফের নিষিদ্ধ হয়ে যাবে। পানশালা এবং রেস্তরাঁ রাত সাড়ে ১০টার মধ্যে বন্ধ করে ফেলতে হবে।
গত ৩০ সেপ্টেম্বর বিধিনিষেধ সংক্রান্ত যে নির্দেশিকা নবান্ন জারি করেছিল তাতে বলা হয়েছিল যে পঞ্চমী থেকে লক্ষীপুজো পর্যন্ত ১০ দিন পর্যন্ত নাইট কার্ফু থাকবে না। ৯ অক্টোবর আরও একটি নির্দেশিকা জারি করে রাজ্য জানায় যে পুজোর সময়টায় পানশালা এবং রেস্তরাঁ খোলা রাখা যাবে তাদের নিজস্ব সময় অনুযায়ী।
উৎসবের মরশুমে সারা দেশের সংক্রমণ কমলেও পুজোর পর থেকে বাংলার দৈনিক সংক্রমণ বাড়তে শুরু করেছে বিগত কয়েকদিন ধরেই।