অলিম্পিক থেকে ফিরেই শরীর খারাপ। অলিম্পিকে জ্যাভলিনে ভারতকে প্রথম বার সোনার পদক এনে দিয়েছেন নীরজ চোপড়া(Neeraj Chopra)। দেশে ফিরে আসার পর একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। প্রথম সপ্তাহে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন নীরজ(Neeraj Chopra)। শনিবার জানা গিয়েছে গত দু’দিন ধরে জ্বর হয়েছে তাঁর। করোনা পরীক্ষাও হয়েছে। সেই পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
শুক্রবার হরিয়ানা সরকারের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল নীরজের(Neeraj Chopra)। জ্বর আসার কারণেই সেই অনুষ্ঠানে যোগ দেননি তিনি। রবিবার স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ডাকে লাল কেল্লার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। সেই অনুষ্ঠানে তাঁকে দেখা যাবে কি না তা স্পষ্ট নয়।