অলিম্পিকের অ্যাথলেটিক্সে জ্যাভলিন থ্রো-য়ে কামাল করলেন ভারতের নীরজ চোপড়া ৷ টোকিওয়ে জ্যাভলিন থ্রোয়ের যোগ্যতা অর্জন পর্বে এদিন ৮৬.৬৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়তে সফল নীরজ ৷
সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন তিনি ৷ কারণ কোয়ালিফাই করার জন্য প্রয়োজন ছিল ৮৩.৫ মিটার ৷
নীরজ তার থেকেও দূরে ছোড়েন জ্যাভলিন