এখনও পর্যন্ত ভারতে কেউ ওমিক্রনে (Omicron) আক্রান্ত হননি। মঙ্গলবার লোকসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী মনসুখ মান্ডভিয়া (Mansukh Mandviya)।
কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ওমিক্রন নিয়ে বলেন, "ওমিক্রন মোকাবিলায় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। নয়া প্রজাতির জেনম সিকোয়েন্সিং (Genome Sequencing) করা হচ্ছে।" এখনও পর্যন্ত দেশে কারও ওমিক্রন ধরা পড়েনি। লোকসভায় আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী (Health Minister of State) ।
দক্ষিণ আফ্রিকা ও বোতসোয়ানায় প্রথমে ধরা পড়ে ওমিক্রন। এরপর বিশ্বের অন্য দেশগুলোতেও হানা দেয় এই ভাইরাস। আফ্রিকান দেশগুলো থেকে বিমান পরিষেবা বন্ধ করে রেখেছে অধিকাংশ দেশ। ঝুঁকিপূর্ণ দেশ থেকে বিমান পরিষেবা নিয়ে নতুন গাইডলাইন এনেছে ভারতও। দক্ষিণ আফ্রিকা থেকে মহারাষ্ট্র, কর্নাটক, চন্ডিগড়ে এসে কোভিড পজিটিভ হয়েছেন অনেক ভারতীয় নাগরিক। কিন্তু তাঁদের মধ্যে কেউই কোভিডের নয়া প্রজাতির শিকার নন। জেনোম সিকোয়েন্সিং করে এই তথ্য পেয়েছে কেন্দ্র।